মঙ্গলবার, ২৭শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সন্ত্রাসীদের দৌরাত্মে জনজীবন অনিশ্চিত হয়ে পড়েছে: গোলাম মোহাম্মদ কাদের

দেশের আইন শৃংখলা পরিস্থির চরম অবনতিতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি প্রশ্ন রেখে বলেন, যে সরকার সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ তাদের কি ক্ষমতা আকড়ে থাকার অধিকার থাকে? জানমাল ও ইজ্জতের নিরাপত্তা সাধারণভাবে প্রতিটি নাগরিকের প্রাথমিক চাহিদা সরকারের কাছে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় আজ বেলা ১০টায় মিরপুরে জাতীয় সুইমিংপুল কমপ্লেক্স এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। একদিন আগে বাড্ডায় গুদারাঘাট এলাকার ৪ নম্বর গলিতে সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। গোলাম মোহাম্মদ কাদের বলেন, শুধু অলিগলি নয়, মেইন সড়কেও এখন প্রকাশ্য দিবালোকে ছিনতাই হচ্ছে। সন্ত্রাসীদের দৌরাত্মে জনজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ঘর থেকে বের হলে ঘরে ফেরার স্বাভাবিক নিশ্চয়তা নেই। বর্তমান সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না। সরকার এসব বিষয়ে বারবার আশ্বাস দিলেও বাস্তবতা ভিন্ন। সেকারণে, মানুষ সরকারের কথায় আশ্বস্ত হতে পারছে না। আইন শৃংখলা পরিস্থিতির এমন অবনতি সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করেছে। মানুষের জান মালের নিরাপত্তার বিষয়ে অবহেলার অবকাশ নেই। দ্রুততার সাথে আইন শৃংখলা পরিস্থিতি উন্নত করতে সংশ্লিষ্টদের প্রতিও আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ