শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস বিমানবন্দরে গ্রেপ্তার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে আছেন।

তবে কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ