নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রধান জ্বালানি ইউরেনিয়াম ঢাকা থেকে সড়কপথে ঈশ্বরদীতে নেয়া হচ্ছে।
সার্বিক নিরাপত্তা বিবেচনায় ঢাকা-ঈশ্বরদী মহাসড়কে শুক্রবার ভোর থেকে বাস চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে প্রকল্পে পৌঁছানোর পর এই বিধিনিষেধ থাকবে না।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী।
তিনি জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে সড়কপথে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আসবে। যেহেতু ঢাকা-ঈশ্বরদী রুটে অনেক সময় যানজটের সৃষ্টি হয়, সে জন্য যানজট নিয়ন্ত্রণে ও নিরাপত্তার স্বার্থে শুক্রবার ভোর ৫টা থেকে বাস চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। তবে আরিচা-কাজিরহাট হয়ে বিকল্প ব্যবস্থায় পাবনা রুটে যান চলাচল করতে পারবে।
পাবনা, ঈশ্বরদী থেকে ঢাকাগামী বাস কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। দায়িত্বরত কর্মচারীরা জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসবে, এ জন্য বাস চলাচল বন্ধ থাকবে।
এর আগে বৃহস্পতিবার বিকালে রাশিয়া থেকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় ইউরেনিয়ামের প্রথম চালান। শুক্রবার রূপপুরে ইউরেনিয়াম এসে পৌঁছালেও রূপপুর প্রকল্পের কর্তৃপক্ষের কাছে আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ইউরেনিয়াম জ্বালানি হস্তান্তর করবেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।
উল্লেখ্য, দেশের সবচেয়ে আলোচিত ও বড় প্রকল্প ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। রাশিয়া থেকে ঋণ সহায়তা পেয়েছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।