বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সচিবালয়ের নিরাপত্তা জোরদারে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের প্রশাসন পরিচালনার কেন্দ্রবিন্দু সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগুন লাগার পরপরই সচিবালয়ের প্রবেশমুখে অবস্থান নেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এবার সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে সচিবালয়ে অগ্নিনির্বাপণের কাজ করতে যাওয়া এক ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে গেছে একটি ট্রাক। তাৎক্ষণিকভাবে সেই ফায়ার সার্ভিসকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এরপর তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ