বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সইফের ঘটনার নেপথ্যে কি স্ত্রী করিনাই? অভিনেত্রীর মন্তব্য নিয়ে ফের ধোঁয়াশা

নানা তথ্য উঠে এসেছে সইফের উপর হামলার ঘটনায়। এই প্রশ্নও উঠেছে, আদৌ সইফের উপর কোনও হামলা হয়েছিল? এর মধ্যেই এক রহস্যময় পোস্ট করলেন অভিনেত্রী।

সইফ আলি খানের উপর হামলার ঘটনা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। হামলার ঘটনার তিন দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। অভিযুক্ত শরিফুল ইসলামের আঙুলের ছাপও মিলে গিয়েছে। তবে বিতর্ক থামেনি এখানে। নানা তথ্য উঠে এসেছে। এই প্রশ্নও উঠেছে, আদৌ সইফের উপর কোনও হামলা হয়েছিল? সম্প্রতি অভিনেতা কমল আর খান দাবি করেছিলেন, গোটা হামলার ঘটনা আসলে সাজানো। গুঞ্জন, এই ঘটনার নেপথ্যে নাকি ছিলেন স্বয়ং করিনা কপূর খান। এর মধ্যেই এক রহস্যময় পোস্ট করলেন অভিনেত্রী।

সইফের উপর ছ’বার ছুরিকাঘাত করেছিলেন শরিফুল। শিরদাঁড়ায় ছুরি আটকে থাকা অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন তিনি। গুরুতর অস্ত্রোপচার করতে হয়। কিন্তু পাঁচ দিনের মাথায় হাসপাতাল থেকে যখন সইফকে ছেড়ে দেওয়া হয়, তখন তাঁর চেহারা দেখে চমকে ওঠেন সকলে। হাতের কব্জি ও ঘাড়ের কাছে ব্যান্ডেজ ছাড়া সারা শরীরে ক্ষতের চিহ্নমাত্র নেই। পরিষ্কার করে কামানো দাড়ি, ঝকঝকে চেহারা, চোখেমুখে ঔজ্জ্বল্য দেখে সন্দেহও দানা বাঁধে অনেকের মনে। তা হলে কি তেমন কিছুই হয়নি?

করিনা তাঁর রহস্যময় পোস্টে লিখেছেন, “বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, প্রিয়জনের মৃত্যু, সন্তান পালন করার মতো বিষয় আপনি কখনওই বুঝবেন না। যত ক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে, আপনি বুঝবেন না। জীবনের কোনও পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কিন্তু বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি চালাক। তার পরে আপনার পালা এলে আপনারও মাটিতে পা পড়বে।”

এই পোস্ট নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। অভিনেতা তথা স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান বলেছিলেন, “সইফকে ছ’বার ছুরি দিয়ে কোপানো হল আর হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দেননি সইফ! যাঁকে গ্রেফতার করা হয়েছে তাঁর সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখের কোনও মিল নেই। তাই আমার মনে হয় সে রাতে ওদের বাড়িতে কেউ আসেনি। এটা আসলে সইফ-করিনার ঝগড়ার পরিণতি।’’

আনন্দবাজার।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ