আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’-এর তরফে প্রকাশিত এই তালিকায় ২০২২ সালে ১৫০তম স্থানে ছিল ভারত। ২০২১ সালে ছিল ১৪২তম স্থানে। এ বার পাকিস্তান রয়েছে ১৫০-এ!
সংবাদ-স্বাধীনতার সূচকে ২০২৩ সালে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৬১! প্রতীকী ছবি।
সংবাদমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতার আন্তর্জাতিক সূচকে আরও অবনতি হল ভারতের। বুধবার (৩ মে) সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’-এর তরফে প্রকাশিত ২০২৩ সালের রিপোর্ট ও সূচক অনুযায়ী, ১৮০টি দেশের মধ্যে ১৬১তম স্থানে রয়েছে ভারত। স্বাধীন ভারতের ইতিহাসে যা সর্বনিম্ন।
২০২২ সালে এই তালিকায় ১৫০তম স্থানে ছিল ভারত। ২০২১ সালের সূচকে স্থান হয়েছিল ১৪২তম স্থানে। সংবাদমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতার আন্তর্জাতিক সূচকে এখন পাকিস্তানও এখন নরেন্দ্র মোদীর ভারতের আগে। স্বাধীনতার পরে ৪ বার সেনাশাসন দেখা পড়শি দেশ এখন রয়েছে ১৫০তম স্থানে! ২০২২ সালে পাকিস্তান এই তালিকায় ১৫৭ নম্বরে থাকলেও তারা ৭ ধাপ উঠে এসেছে। ভারত নেমেছে ১১ ধাপ।
ভোটের বাকি আর এক সপ্তাহ, কর্নাটকের পছন্দের মুখ্যমন্ত্রী কে? জনমত সমীক্ষা কী বলছে?
ওই সংগঠনের মতে, স্বাধীনতা সংগ্রামের ফসল ভারতীয় সংবাদমাধ্যমকে এক সময় নিরপেক্ষ এবং প্রগতিশীল বলে মনে করা হত। কিন্তু মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই চিত্র বদলে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় আইন তত্ত্বগত ভাবে সাংবাদিকদের রক্ষা করার পক্ষে। কিন্তু মানহানি, আদালত অবমাননা ও জাতীয় সুরক্ষার ক্ষতি করার অভিযোগ সংক্রান্ত আইনগুলির অপব্যবহার করা হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে। সরকারের সমালোচনা করলে সাংবাদিকদের নানা মামলায় ফাঁসানোও হচ্ছে।
আনন্দবাজার।