মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘সংবাদপত্রে বিজ্ঞাপনে বঙ্গবন্ধু (১৯৭১-১৯৭৫)’ অ্যালবামের মোড়ক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে প্রকাশিত পপি দেবী থাপার ‘সংবাদপত্রে বিজ্ঞাপনে বঙ্গবন্ধু (১৯৭১-১৯৭৫)’ অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ এমপি।

বৃহস্পতিবার (৩০শে মার্চ) দুপুরে সচিবালয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফারুক আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।
১৯৭১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে দেশের পত্রপত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের আলোকে ‘সংবাদপত্রে বিজ্ঞাপনে বঙ্গবন্ধু (১৯৭১-১৯৭৫)’ অ্যালবামটি প্রকাশিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ