বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রমিক নেতার চরিত্রে রোমিও

দীর্ঘ বিরতির পরে শ্রমিক নেতার চরিত্রে ক্যামেরার সামনে হাজির হলেন সাংবাদিক – অভিনেতা আহমেদ সাব্বির রোমিও।

রোমিও জানান,সমসাময়িক বাস্তবতা নিয়ে নির্মিত “গার্মেন্টস বন্ধ” এই টেলিফিল্মে ফুটে উঠেছে মালিক- শ্রমিকের বৈষম্যের কাহিনী। এখানে একজন শ্রমিক নেতার চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।আশা করি টেলিফিল্মটি দর্শকদের কাছে ভালো লাগবে।

নির্মিতা কামরুল হাসান ফুয়াদ বলেন, আমার এই টেলিফিল্মে শ্রমিকনেতার চরিত্রে একজন বয়স্ক লোকের লোকের প্রয়োজন ছিলো।

রোমিও ভাই অসুস্থতার কারণে চরিত্রটি করতে পারবেন কিনা সেটা নিয়ে শুটিং -এ আমি খুব চিন্তিত ছিলাম। কিন্তুু তিনি অসুস্থ শরীর নিয়েও অসাধারন অভিনয় করে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন।টেলিফিল্মটি দেখার পরে দর্শকরা সেটা বুঝতে পারবেন।

রোমিও ছাড়াও টেলিফিল্মটিতে আরো যারা অভিনয় করেছেন, আবদুন নূর সজল, জান্নাতুন নূর ( মিম), তারিকুজ্জামান তপন,সিয়াম নাছির, নায়সা হাসান সায়বিন,জাকির রুবেল,জিহাদ হাসান সায়বিন,সালাউদ্দিন,জুম্মন, শামীম রেজা,বাদশা,রাসেল আহমেদ.।

আগামী ২৯ আগষ্ট শুক্রবার দুপুর ৩ টায় চ্যানেল আইয়ের পর্দায় টেলিফিল্মটি প্রচারিত হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ