রাজধানী ঢাকার শ্যামলী এলাকায় রূপায়ন শেলটেক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ সময় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ২০ তলা ভবনটির সপ্তম তলায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভবন থেকে এখন পর্যন্ত ৪ নারীসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, শ্যামলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। ভবনের ১৯ তলা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ভবনটির বিভিন্ন তলায় চারটি হাসপাতাল, বাসা ও মেস, ব্যাংক, বীমা অফিসসহ ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে জানা গেছে।