বুধবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী সন্তান খুন

বগুড়ার শিবগঞ্জের পল্লীতে প্রবাসীর স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত সোমবার গভীর রাতে তাদের হত্যা করে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের সাদুল্যাপুর বটতলা গ্রামে।

খুন হওয়া রানী খাতুন (৪২) ঐ গ্রামের কুয়েত প্রবাসী ঈদ্রীস প্রামানিকের স্ত্রী ও ছেলে একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইমরান(১৮)।

এঘটনায় একই গ্রামের মৃতঃ খোকার ছেলে হাসান (১৭) নিখোঁজ হয়ে যায়। পরে মঙ্গলবার দুপুরে স্বইচ্ছায় বাড়িতে ফিরে আসে হাসান। সে নিহত ইমরানের সাথে একই বাড়ীতে বসবাস করতো। মরদেহ দুটির মধ্যে রানীর মরদেহ বারান্দায় এবং ইমরানের মরদেহ শয়নকক্ষে পড়ে ছিল।

মঙ্গলবার সকালে ঐ বাড়িতে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে।

নিহত রানী খাতুনের চাচাতো ভাই আশরাফুল ইসলাম জানান, সকাল বেলা মোবাইল ফোনে জানতে পেরে এসে দেখি তাদের দুই জনকে খুন করা হয়েছে। বাড়ী থেকে মোটরসাইকেল দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়।

শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সহকারি পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্ত করতে সব দিক বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ইমরানকে থানায় নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ