মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পরে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো। এখন থেকে সামনের দিনগুলোয় আমাদের দেশ আরো সমৃদ্ধ আর সম্মানজনক অবস্থানে উঠে আসবে। আমার একমাত্র লক্ষ্য হবে, আমেরিকা ফার্স্ট।
সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার কিছু পরে শপথ নেন তিনি। শপথ গ্রহণকালে ট্রাম্পের কাছে দু’টি বাইবেল দেখা গেছে। এর মধ্যে একটি তার মায়ের দেওয়া এবং অন্যটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ব্যবহৃত বাইবেল বলে জানা যাচ্ছে।
ট্রাম্পের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা জেডি ভান্স।
প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার পরে ট্রাম্প জানান তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে তিনি জাতীয় জরুরি অবস্থা জারি করবেন।
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেন, যে ‘লাখ লাখ অপরাধী’ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে, তারা যেখান থেকে এসেছে, সেখানে ফেরত পাঠানো হবে।