শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লিভারপুলের জয়ের ধারা অব্যাহত, আটালান্টাকে হারিয়ে রিয়ালের স্বস্তির জয়

মোহাম্মদ সালাহর গোলে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয় ধরে রেখেছে। এদিকে ইন-ফর্ম ইতালিয়ান ক্লাব আটালান্টাকে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

দিনের অপর ম্যাচগুলোতে ধুকতে থাকা পিএসজি সালজবার্গের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। বায়ার লেভারকুসেন ইন্টার মিলানকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

৪১ বছর পরে ইউরোপের এলিট ক্লাব প্রতিযোগিতায় ফেরা এ্যাস্টন ভিলা লিপজিগকে ৩-২ গোলে হারিয়ে ভালভাবেই এগিয়ে চলেছে। বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ভিলা।

গ্রুপ পর্ব থেকে প্রথম আটটি দল সরাসরি শেষ ষোলতে খেলার যোগ্যতা অর্জণ করবে। ৯ নম্বর থেকে ২৪ নম্বর স্থানে থাকা দলগুলো প্লে-অফে খেলার সুযোগ পাবে।

স্পেনে সালাহর ৬৩ মিনিটে পেনাল্টিতে জিরোনার বিপক্ষে জয় নিশ্চিত করে লিভারপুল। এর মাধ্যমে প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে ষষ্ঠ জয়ের দেখা পেল।

নতুন কোচ আর্নে স্লটের অধীনে দুর্দান্ত ভাবে মৌসুম শুরু করা লিভারপুলের জন্য শেষ ১৬’তে জায়গা করে নেয়া এখন সময়ের ব্যপার।

কাল ম্যাচ শেষে স্লট বলেছেন, ‘আমাকে যদি ছয়টি ম্যাচ সম্পর্কে জিজ্ঞেস করা হয় তবে আমি বলবো সবগুলো ফলাফলেই আমি সত্যিই দারুন খুশী। যদিও আজকের পারফরমেন্সে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। ম্যাচে আমরা খুব কম সময়ই নিয়ন্ত্রন রাখতে পেরেছি। দ্বিতীয়ার্ধ কিছুটা ভাল খেলতে পারি। কিন্তু ইতিবাচক থাকার চেষ্টা করেছি।’

জিরোনা গোলরক্ষক পাওলো গাজানিগাকে উল্টোদিকে পাঠিয়ে ৫০তম চ্যাম্পিয়ন্স লিগ গোল পূরণ করেন সালাহ। এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বোচ্চ গোলের তালিকায় ১০ম স্থানে ফিলিপ ইনজাগিকে স্পর্শ করেছে মিশরীয় এই তারকা।

এ মৌসুম পরেই লিভারপুলের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই উইঙ্গারের। কিন্তু সব ধরনের প্রতিযোগিতায় সালাহর দেয়া ১৬ গোল লিভারপুলের জন্য মৌসুমের প্রথমার্ধে প্রয়োজনীয় হয়ে থাকবে।

এদিকে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের জন্য কালকের দিনটা ছিল গুরুত্বপূর্ণ। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহামের গোলে আটালান্টাকে ৩-২ গোলে পরাজিত করেছে গ্যালাকটিকোরা। ১০ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। তবে ইনজুরির কারনে ৩৬ মিনিটে এমবাপ্পে মাঠ ছাড়তে বাধ্য হন। প্রথমার্ধের ইনজুরি টাইমে চার্লস ডি কেটেলায়ের্সের পেনাল্টিতে সমতায় ফিরে আটালান্টা।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি গত মাসে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে প্রথমবারের মত মূল দলে নামিয়েছিলেন। ৫৬ ও ৫৯ মিনিটে ভিনি ও বেলিংহামের গোলে রিয়াল জয়ের পথ সুগম করে। যদিও ৬৫ মিনিটে আডেমোলা লুকমানের গোলে আটালান্টা এক গোল পরিশোধ করে।

কঠিন এই লড়াইয়ে পর রিয়াল ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে উঠে এসেছে। জানুয়ারিতে সালজবার্গ ও ব্রেস্টের বিপক্ষে ম্যাচের আগে এই জয়টা ১৫ বারের চ্যাম্পিয়নদের খুব বেশী জরুরী ছিল।

সালজবার্গকে ৩-০ গোলে পরাজিত করে পিএসজি কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ফরাসি চ্যাম্পিয়নরা এই ম্যাচের নামার আগে পাঁচ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট ও তিন গোল নিয়ে ২৫তম স্থানে অবস্থান করছিল। এই জয়ে টেবিলের ২১তম স্থানে উঠে এসেছে পিএসজি। লিগ পর্বের শেষ দুই ম্যাচে জিততে না পারলেও প্লে-অফের সর্বনিম্ন ২৪তম স্থানও হয়তো হারাতে হতে পারে।

জেলসেনকার্চেনে ইউক্রেনিয়ান দল শাখতার দোনেস্ককে ৫-১ গোলে পরাজিত করেছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার আরেক জায়ান্ট লেভারকুসেন এ বছরের প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে ইন্টারের বিপক্ষে গোল পেয়ে ১-০ ব্যবধানের জয় নিশ্চিত করেছে। এই জয়ে শীর্ষে থাকা লিভারপুলের থেকে পাঁচ পয়েন্ট দুরে রয়েছে দ্বিতীয় স্থানে থাকা লেভারকুসেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ