বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে বিএনপি-জামায়াতের তাণ্ডবে আওয়ামী লীগ নেতা নিহত, ২জন আহত

লালমনিরহাটে বিএনপি-জামায়াতের নৃশংস তাণ্ডবে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এছাড়া ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা খুবই আশংকাজনক।

আজ বেলা সাড়ে ১২টার দিকে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ মিছিল করার সময় বিএনপি-জামায়াত কর্মীদের নৃশংস এবং অতর্কিত হামলায় গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর (৪৮) গুরুতর আহত হয়েছেন। এরপর বেলা দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রতক্ষ্যদর্শীদের বিবরণে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে লালমনিরহাট সদর উপজেলাধীন মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল বের হয়। এই শান্তি মিছিল চলাকালে, বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর (৪৮) (গ্রামঃ বেড়পাঙ্গা, থানা ও জেলাঃ লালমনিরহাট) বিএনপির নেতাকর্মীদের রামদার কোপে গুরুতর আহত হন।

এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।

এছাড়া আরো ২ জন আওয়ামী লীগ কর্মী আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ