বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লন্ডনে ফ্ল্যাট উপহার: যেতে পারলেন না চীনে টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

চাপে রয়েছেন টিউলিপ সিদ্দিক। তাকে চীন সফরে যেতে দেওয়া হয়নি। এ খবর ছেপেছে টেলিগ্রাফ ইন্ডিয়া।

বিনা মূল্যে লন্ডনে ফ্ল্যাট উপহার পেয়েছেন- এমন খবর প্রকাশের পর চাপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার (৭ জানুয়ারি) টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় টিউলিপ সিদ্দিককে পদত্যাগ করতে হতে পারে।

টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে, প্রতিনিধি দলের সঙ্গে সরকারি সফরে চীন যাওয়ার কথা ছিল টিউলিপের। কিন্তু টিউলিপকে চীন সফরে যাওয়ার পরিবর্তে যুক্তরাজ্যেই থাকতে বলা হয়েছে। এখন তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে- এসবের তদন্তের মুখোমুখি হতে হবে টিউলিপকে।

এনিয়ে যুক্তরাজ্যের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ বলেছেন, কীভাবে সম্পদ গড়েছেন সেটি টিউলিপের এখনই প্রকাশ করার সময়। তার খালার করা দুর্নীতি থেকে এই সম্পদের কোনো কিছু এসেছে কিনা সেটি তদন্ত করা উচিত।

প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপের পদত্যাগের চাপ জোরালো হচ্ছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

এদিকে টিউলিপ সিদ্দিক এরই মধ্যে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন। চিঠিতে টিউলিপ লিখেছেন, গত কয়েক সপ্তাহে তিনি গণমাধ্যমের খবরের বিষয়বস্তু হয়েছেন। সেখানে তার আর্থিক বিষয় এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার পরিবারের সংযোগের বিষয়গুলো উঠে এসেছে। এর অনেক কিছুই সঠিক নয়।

টিউলিপ লেখেন, ‘আমি ভুল কিছুই করিনি। তবে সন্দেহ এড়াতে, আমি চাই এই বিষয়গুলো নিয়ে আপনি স্বাধীনভাবে সত্যিটা সামনে আনবেন।’

এর আগে গত শুক্রবার ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে টিউলিপের মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে। ২০০৪ সালে তাকে বিনা মূল্যে ফ্ল্যাটটি দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল তার।

পরে যুক্তরাজ্যভিত্তিক আরেক সংবাদমাধ্যম সানডে টাইমসের খবরে বলা হয়, লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় টিউলিপ সিদ্দিকের বোনকে বিনা মূল্যে আরেকটি ফ্ল্যাট দিয়েছিলেন মঈন গনি নামের এক আইনজীবী। এ ছাড়া আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ফ্ল্যাটে টিউলিপ ও তার পরিবারের বসবাসের খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ