শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপালী ব্যাংকে হানা দেয়া ৩ ডাকাতের আত্মসমর্পণ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখার কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে রাখা ৩ ডাকাত আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তারা আত্মসমর্ণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত ৩টি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এ সময় যৌথবাহিনী দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ব্যাংকের ভল্ট ভাঙতে পারেননি ডাকাতরা। জিম্মিরা সবাই অক্ষত রয়েছেন।

এর আগে দুপুর ২টার দিকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদল ব্যাংকে প্রবেশ করে। এসময় তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করেন। খবর পেয়ে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ব্যাংকটি ঘেরাও করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে ব্যাংকের ওই শাখায় ডাকাতদল প্রবেশ করে। এরপর ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাতদল জিম্মি করে ফেলে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ