রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীর পল্লবীতে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর পল্লবীতে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত আটটার সময় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।

এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, আগুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শনিবার রাত পৌনে ৮টার দিকে পল্লবীর সিরামিক গলিতে পার্কিং করা বিকল্প পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

সূত্র জানিয়েছে, কেউ বাসটিতে আগুন লাগিয়ে দিতে পারে।

পল্লবী থানার ওসি শফিউল ইসলাম গণমাধ্যকে বলেন, এটা নাশকতা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত নয়। আমরা তদন্ত শুরু করেছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ