“আমার এই কথা কিন্তু ৯৯ শতাংশ নারীর মনের কথা। আমি ভাগ্যবতী, তাই এই অনুষ্ঠানে এসে বলতে পারছি। বাকিরা মুখ ফুটে বলতে পারেন না”, বললেন নীনা গুপ্ত।
যে দেশে বাৎস্যায়ন, কামসূত্রের রমরমা সেই দেশের মেয়েরা নাকি যৌনতৃপ্তি কাকে বলে জানেনই না! এমন বিস্ফোরক মন্তব্য করে ফের শিরোনামে নীনা গুপ্ত। তাঁর দাবি, ভারতীয় নারী প্রকৃত যৌনসুখ সম্পর্কে এখনও সজাগ নন। কেবল পুরুষকে তৃপ্ত করতে আর সন্তানের জন্ম দিতে তাঁরা রতিক্রিয়ায় যোগ দেন।
সম্প্রতি, একটি আলোচনাসভায় যোগ দিয়েছিলেন নীনা। সেখানেই ভারতীয়দের যৌনতা এবং সেখানে নারীর ভূমিকা নিয়ে কথা ওঠে। বর্ষীয়ান অভিনেত্রীর সপাট দাবি, “আমার এই কথা কিন্তু ৯৯ শতাংশ নারীর মনের কথা। আমি ভাগ্যবতী, তাই এই অনুষ্ঠানে এসে বলতে পারছি। বাকিরা মুখ ফুটে বলতে পারেন না। অতৃপ্তি নিয়েই জীবন কাটিয়ে দেন। বিষয়টি একটুও উপভোগ করতে পারেন না।”
একুশ শতকেও যৌনতা নিয়ে রাখঢাক, শব্দটি ফিসফিস করে উচ্চারণ করা হয়। সেই শব্দ নীনা নির্বিবাদে প্রকাশ্যে উচ্চারণ করলেন। তাঁকে সমর্থন জানাতে পিছপা হননি সঞ্চালিকা। সঙ্গে সঙ্গে নীনা বলেন, “আমার বাড়িতেই একটা সময় এই রেওয়াজ ছিল। শব্দটি উচ্চারণের কোনও সুযোগই দিতাম না। এখন মনে হয়, এত লুকোচুরির কোনও প্রয়োজন নেই। কারণ, বিষয়টি যাপিত জীবনের অপরিহার্য অঙ্গ।” এই প্রসঙ্গে তিনি সেটে সকলের সামনে শরীরে ল্যাপেল আটকানোর প্রসঙ্গও তোলেন। জানান, তখন তিনি নতুন। মেকআপ রুমে লুকিয়ে শরীরে মাইক আটকাতেন। এখন এ সব নিয়ে মাথাই ঘামান না। সেটের এক কোণে গিয়ে পিছন ঘুরে দাঁড়ান। তার পর মাইক আটকে নেন! অনেক সময় নিজেই আটকে নেন। অনেক সময় সেটের কোনও পুরুষ সহকারী তাঁকে সহযোগিতা করেন।