শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে আবারো বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে এই বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন কর্মকর্তারা বলেছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এর ভেতরে ছয়জন ছিলেন। এ খবর দিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হয়ে বিমানটি কয়েকটি বাড়ির উপরে পড়েছে। এতে সেখানকার বাড়িঘর ও যানবাহনে আগুন ধরে গেছে। নিচে অবস্থান নেয়া কয়েকজন মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে সিবিএসসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি একটি মেডিকেল ট্রান্সপোর্ট মিশনে ছিল। এর ভেতরে চিকিৎসক ও একজন শিশু রোগী ছিলেন।

উদ্ধারকাজে অংশ নিয়েছেন জরুরি কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ