বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

যতই নিষেধাজ্ঞা আসুক, র‍্যাব কারও রক্তচক্ষুকে ভয় পায় না: র‍্যাব ডিজি

র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, যতই নিষেধাজ্ঞা আসুক না কেন, র‍্যাব কারও রক্তচক্ষুকে ভয় পায় না। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এখন মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে।

বৃহস্পতিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুরে র‍্যাব আয়োজিত মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় র‍্যাব-৬-এর ক্যাম্প উদ্বোধন করেন তিনি।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে র‍্যাবের কার্যক্রম পরিচালনার জন্য ১৫টি ব্যাটালিয়ন রয়েছে, যা প্রতিনিয়ত আইনশৃঙ্খলা রক্ষায়, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করছে। পদ্মা সেতু হওয়ার ফলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলা সারা দেশের সঙ্গে সরাসরি সড়কপথে যুক্ত হয়েছে, যার ফলে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোয় দু-তিন ঘণ্টার মধ্যে কৃষিজাত পণ্যসামগ্রী বাজারজাতকরণ সম্ভব হচ্ছে।

দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যোগাযোগব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে সাময়িকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি সম্পর্ক রয়েছে। কেননা, মাদক পরিবহন, সেবন, সহজলভ্যতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য সামাজিক অপরাধ বৃদ্ধি একটি স্বাভাবিক বিষয়। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সে নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ