খুব শিগগিরই মূল্যস্থীতি কমবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১১ নভেম্বর) বিকেলে কক্সবাজারের মহেশখালীর টাউনশিপ মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
‘আমাদের লক্ষ্য দেশের মানুষের উন্নয়ন’ জানিয়ে সরকরপ্রধান বলেন, “উন্নয়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমি ওয়াদা দিয়েছিলাম প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হবে। আজকে আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি। দেশের মানুষ যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, সে ব্যবস্থা করে দিচ্ছি।”
যুদ্ধ, স্যাংশন-কাউন্টার স্যাংশনে মুদ্রাস্ফীতি বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, ‘দুঃখের বিষয় হলো, যখন যুদ্ধ বাধল রাশা-ইউক্রেন; স্যাংশন-কাউন্টার স্যাংশন, যার ফলে মুদ্রাস্ফীতি একটু বেড়েছে। আমরা সেটাও নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছি। ইনশাল্লাহ, খুব শিগগির এই মূল্যস্থীতি হ্রাস পাবে। মানুষ আরো ভালোভাবে চলতে পারবে।
এনএফ/এসআর