গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের এক নেতা পদত্যাগ করেছেন।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার মহারাজপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর ফকিরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে মোঃ জাহাঙ্গীর ফকির বলেন, আমি মোঃ জাহাঙ্গীর ফকির, পিতাঃ মৃতঃ কলম ফকির, গ্রামঃ মহারাজপুর, পোঃ লোহাচূড়া,উপজেলাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ।
এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড, আমার নীতি ও আদর্শের সাথে মিল না থাকায়, আমি মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে পদত্যাগ করছি। আমি দৃঢ়ভাবে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগ এর সঙ্গে আমার আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমি অঙ্গীকার করিতেছি যে, ভবিষ্যতে দেশ ও জাতির কল্যানে নিজেকে নিয়োজিত রাখিবো।









