বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যানের অপসারণ দাবি

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান পদ থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (টেলিকম) জহিরুল ইসলামকে অপসারণের দাবি জানানো হয়েছে। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি, ফ্যাসিস্ট সরকারের আমলে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ ও তিনি মিলে অনৈতিক ও বিধি বহির্ভূতভাবে অন্যায়ের সহযোগী শিক্ষকদের সুবিধা দেওয়ার অভিযোগ করা হয়।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন কলেজটির অবসরপ্রাপ্ত শিক্ষকরা।

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিযোগপত্রে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি ভেঙে এডহক কমিটি গঠনে জহিরুল ইসলামকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তিন মাসের অধিক সময় অতিবাহিত হলেও তিনি এডহক কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছেন। যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের আমলে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ ও তিনি মিলে অনৈতিক ও বিধি বহির্ভূতভাবে অন্যায়ের সহযোগী শিক্ষকদের সুবিধা দিয়ে যাচ্ছেন।

অভিভাবকদের মতে, নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে এডহক কমিটি গঠন জরুরি। নির্বাচিত নিয়মিত কমিটি গঠন হলে অনেক অন্যায় অপকর্মের অবসান হবে। এডহক কমিটি ছাড়া নিয়মিত কমিটি গঠনের জন্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

এছাড়া অভিযোগপত্রে বর্তমান অধ্যক্ষকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকরা। পাশাপাশি গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব (টেলিকম) জহিরুল ইসলামকে অপসারণ করে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ