বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাদের সাজা দেয়া হচ্ছে: ফখরুল

নির্বাচন সামনে রেখে বিরোধীদল শূন্য মাঠ তৈরি করতে সরকার আবারো চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে।

মির্জা ফখরুল অভিযোগ জানিয়ে বলেন, নির্বাচনে আনতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের চাপ প্রয়োগ করা হচ্ছে। জয়ী হতে পারবে না জেনেই ক্ষমতাসীনরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চায় না।

সংবাদ সম্মেলনে জনগণের দাবি মেনে সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ