মিথ্যা অপবাদ দিয়ে দুই সন্তানের জননী স্ত্রী নাসিমা বেগমকে স্বামী মোঃ ইউসুফ ফকির (শান্ত) পিটিয়ে ডান পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়াপ গেছে। আহত গৃহবধু নাসিমা এমন অভিযোগ করেন। স্বজনরা তাকে উদ্ধার করে সোমবার বিকেলে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উনন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে আমতলী উপজেলা কাউনিয়া গ্রামে।
জানাগেছে, ২০১৪ সালে উপজেলার নাচনাপাড়া গ্রামের ফারুক পাহলানের কন্যা নাসিমাকে কাউনিয়া গ্রামের ইউসুফ ফকিরের (২৮) কাছে বিয়ে দেয়। বিয়ের পর থেকে বিভিন্ন অযুহাতে স্ত্রী নাসিমাকে স্বামী ইউসুফ ফকির নির্যাতন করে আসছে। সোমবার দুপুরে প্রতিবেশীর সাথে তার সখ্যতা রয়েছে এমন মিথ্যা অপবাধ দিয়ে স্ত্রী নাসিমাকে স্বামী ইউসুফ ফকির পিটিয়ে গুরুতর জখম করে। এতে তার ডান পা ভেঙ্গে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লুনা বিনতে হক ওইদিন বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।
আহত স্ত্রী নাসিমা বেগম বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ এনে স্বামী ইউসুফ ফকির লাঠি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে।
তিনি আরো বলেন, বিয়ের পর থেকে বেশ কয়েকবার নির্যাতন করেছে। এ নিয়ে দুইবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
অভিযুক্ত স্বামী মোঃ ইউসুফ ফকির (শান্ত) বলেন, আমার সাথে প্রতিবেশীদের বিরোধ চলছে। তাদের সাথে আমার বউয়ের বেশ সখ্যতা। তাই রাগে একটি ধাক্কা দিয়েছি। ওই ধাক্কায় ইটের উপর পড়ে পায়ে ব্যথা পেয়েছে। তাতে পা ভেঙ্গে যাওয়ার কথা না।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন, নাসিমা বেগমের ডান পা ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।