রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মা হতে চান তিশা……

বর্তমানে ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তাকে নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এবার তিনি ক্যামেরার সামনেই প্রকাশ করলেন নিজের ব্যক্তিগত জীবনের একটি বড় পরিকল্পনা। সদ্যই টকশো- ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নিয়ে হাজির হয়েছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানেই প্রথম অতিথি হিসেবে তানজিন তিশাকে নিয়ে হাজির হন জায়েদ। আর সেখানে গিয়ে তিশা জানালেন, আগামী পাঁচ বছরের মধ্যে মা হতে চান তিনি। টকশোতে জায়েদ তাকে প্রশ্ন করেন- পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?

উত্তরে তিশা অকপটে জবাব দিয়ে বলেন, আই উইল বি অ্যা মাদার। এর মধ্যে আমি বিয়ে করবো। মা হবো। এ ছাড়া তিশা আরও বলেন, দেখুন এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’-এর ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। গত ৪ঠা জুলাই শুক্রবার রাত ৮টায় এর প্রথম পর্ব প্রচার হয়। যার মধ্যদিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেতা জায়েদ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ