সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মা হওয়ার পর প্রথম ক্যামেরার সামনে আলিয়া

২৩ দিন হল তাদের জীবনে এসেছে নতুন সদস্য। ৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গত ২৩ দিন এক মুহূর্তের জন্যও ক্যামেরার সামনে ধরা দেননি নায়িকা। বাবা রণবীর কাপুরকে লেন্সবন্দি করেছিলেন আলোকচিত্রীরা। কিন্তু হাসপাতাল থেকে ফেরার পর আর দেখা যায়নি নতুন মা-কে। অবশেষে তিনি দর্শন দিলেন।

সোমবার (২৮ নভেম্বর) বোন শাহিন ভাটের জন্মদিন ছিল। এই বিশেষ দিনে বোন আসবেন না, তাও কি কখনও হয়? মা সোনি রাজদানের সঙ্গে দেখা দিলেন আলিয়া। হালকা নীল রঙের জিন্‌স সঙ্গে কালো টি-শার্ট, উপরে শ্রাগ—একদম সাধারণ লুকে ধরা দিলেন নায়িকা।

জয়ার মন জিততে আজও কাজটি করেন অমিতাভজয়ার মন জিততে আজও কাজটি করেন অমিতাভ
এখন পুরো সময় কেটে যাচ্ছে ছোট্ট রাহাকে নিয়েই। সেই ছাপ তার চোখেমুখে স্পষ্ট। আলিয়াকে সামনে পেয়ে পাপারাৎজি়রা উৎফুল্ল। তাদের মধ্যে একজন আলিয়াকে শুভেচ্ছা জানিয়ে বললেন, ‘মেয়ের নামটা ভাল।’ উত্তরে আলিয়া হেসে বললেন, ‘খুব ভাল।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ