সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মা ও তার সন্তানের মৃত্যুতে দায়ের করা এক অভিযোগে দুই জন চিকিৎসককে গ্রেফতার এবং একজনকে নিন্ম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ায় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসোসিয়েশন ফর দি ষ্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো সেলিমুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল রোববার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মিসেস মাহবুবা আক্তার আঁখি ও তার সন্তানের মৃত্যুতে গভীর দু:খ প্রকাশ করছি এবং তাদের রূহের মাগফেরাত কামনা করছি।
এই দু:খজনক ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ প্রমানীত হওয়ার আগেই দুই চিকিৎসককে গ্রেফতার এবং একজন চিকিৎসককে নিন্ম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ায় এসোসিয়েশন ফর দি ষ্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।
এসোসিয়েশন ফর দি ষ্টাডি অব লিভার ডিজেস বাংলাদেশ চিকিৎসকদের সব যৌক্তিক দাবি সমর্থন করে এবং ভবিষতে আমরা বিএমএ সমর্থিত ওজিএসবি কর্তৃক ঘোষিত কর্মসূচীর সঙ্গে একাত্নতা ঘোষণা করছি।