শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মার্কিন দূতাবাসের বিবৃতির প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা বললো

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আলোচনার মর্মার্থ ও তথ্যের ভিত্তিতে আলোচনাবহির্ভূত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পরস্পরবিরোধী বক্তব্যের পরদিন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গতকাল রোববার ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, পিটার হাস বলেছেন ২৮ অক্টোবর বিএনপি রাজধানীতে অনেক লোক জড়ো করবে। এ সময় সরকার রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না?

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস রোববার রাতে এক বিবৃতিতে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠকে আগামী ২৮ অক্টোবর রাস্তা বন্ধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গত রোববার বেলা ২টা ৩০ মিনিটে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে আসন্ন নির্বাচন, ২৮ অক্টোবরের সমাবেশ, চলমান দুর্গাপূজা, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় রাষ্ট্রদূত উল্লেখিত বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস ও মতামত জানতে চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ