আগামীকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক নিয়মে সকল কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে খুলছে প্রাক-প্রাথমিকও।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূুহের শ্রেণিকার্যক্রমসহ সকল কার্যক্রম ২০২৪ শিক্ষা বর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে।
উল্লেখ্য, প্রচণ্ড দাবদাহের কারণে এক সপ্তাহ ছুটির পর গত ২৮শে এপ্রিল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে। তবে ক্লাসের সময় কমিয়ে আনা ও অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ রাখা হয়। এক সপ্তাহ পর স্বাভাবিক নিয়মে সকল কার্যক্রম চালুর ঘোষণা দেয়া হলো।