শেরপুরের নকলা উপজেলায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। ৩০ নভেম্বর, রবিবার বিকালে উপজেলার উরফা ইউনিয়নের উরফা গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উরফা গ্রামের মো. এরশাদুল হক তার অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিয়ের আয়োজন করেন। বিষয়টি গোপন তথ্যের ভিত্তিতে জানার পর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন। এ সময় বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭–এর ৮ ধারায় মো. এরশাদুলকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কন্যাকে বিয়ে দেওয়া হবে না মর্মে কন্যার বাবার অঙ্গীকার নেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি এ প্রতিবেদককে বলেন, বাল্যবিয়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমেও এ ধরনের অপরাধ রোধ করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।








