শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোট শেষ, চলছে গণনা

দ্বাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ শেষ হয়েছ। বিচ্ছিন্ন কিছু বিশৃঙ্খলার ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবার অপেক্ষা ভোট গণনার। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে ফল ঘোষণা করবেন প্রিসাইডিং অফিসার। পরে লিখিত ফল পাঠিয়ে দেবেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

সারা দেশে একযোগে সকাল ৮টায় ভোট নেওয়া শুরু হয়। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ভোটার উপস্থিতিও কিছুটা বাড়ে। বিরতি ছাড়াই ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। দেশের ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু হওয়ায় বিধি অনুযায়ী ভোট স্থগিত করে ইসি।

বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচনের বর্জনের পাশাপাশি ভোটের আগের দিন থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে।

দেশের ২৯৯ আসনের ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে স্থগিত হয়েছে সাতটি। আর সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টা সারা দেশে গড়ে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ভোটের আগের দিন দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ভোটকেন্দ্রে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। কিছু কেন্দ্রে জালভোটের অভিযোগও ওঠে। তবে সার্বিকভাবে নির্বাচনকে শান্তিপূর্ণ বলে অভিহিত করেছে নির্বাচন কমিশন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছেন।

সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। সকালে মুন্সিগঞ্জে একটি ভোটকেন্দ্রের বাইরে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

রাজধানীর অন্তত তিনটি ভোটকেন্দ্রের বাইরে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন শিশুসহ চার জন। এর মধ্যে ভোট শুরুর আগে সকাল ৭টার দিকে করাতিটোলা এলাকার চান মিয়া সরদার (সিএমএস) মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে মো. অন্তর (২২) নামে এক আনসার সদস্য আহত হন। পরে সকাল ১০টার দিকে খিলক্ষেতে অন্বেষণ স্কুল কেন্দ্রের বাইরে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এছাড়াও বেলা ১২টার দিকে হাজারীবাগে ককটেল বিস্ফোরণেরও খবর পাওয়া যায়।

এদিকে বেলা ১১টার দিকে জামালপুরের সরিষাবাড়ীতে একটি ভোটকেন্দ্রে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।

এছাড়াও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুমিল্লা, সিলেট ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় বেশ কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।

এর মধ্যে সকাল ১০টার দিকে চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এবং ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।

বেলা ১২টা ১০ মিনিটের দিকে কেন্দ্র পরিদর্শনে গিয়ে নৌকার কর্মীদের চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী নৌকার নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়েছেন।

এদিকে ভোট শেষ হওয়ার আগে আগে ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, বিকাল ৩টা পর্যন্ত সারা দেশে বিভিন্ন অভিযোগে সাতটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। জালভোট দেওয়া ও জালভোট দিতে সহায়তায় করায় ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রার্থীরা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল পর্যন্ত প্রচারণা চালিয়েছেন। এবার ২৯৯টি আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান ৪৩৬ জন।

এবারের মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। এছাড়া সারা দেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।

সারা দেশে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনায় মোট ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়। এসব কেন্দ্রে ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ