বাংলাদেশ-ভারতের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা এবং ঢাকার বিরুদ্ধে সেখানকার মিডিয়ার অসত্য খবর প্রচার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।
বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে বিবাদমান মতপার্থক্য দূর করবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন তিনি। ব্রিফিংয়ে বাংলাদেশের এক সাংবাদিক জানতে চান, ভারতীয় পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। ভারত ও বাংলাদেশ উভয়েই সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
এই ঘটনাপ্রবাহ এবং বাংলাদেশকে লক্ষ্য করে ক্রমবর্ধমান বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কি?
জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, দেখুন, আমরা চাই উভয় পক্ষ তাদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে মিমাংসা করুক।