মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেক্সিমকোর বকেয়া বেতন ও হামিম গ্রুপের ১১ দফা দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ

গাজীপুরে হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকেরা ১১ দফা দাবিতে ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছে।
এতে ওই মহাসড়কে চলাচলকারী লোকজন ভোগান্তিতে পড়েছেন। তবে বিকল্প পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সাথে চলাচল করছেন তারা।

শ্রমিকরা জানায়, গতকাল বুধবার জিরানী এলাকার হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার সামনে বাসচাপায় তাদের ৩ শ্রমিক আহত হন। এর প্রতিবাদে আহতদের ক্ষতিপূরণ প্রদান, ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করাসহ ১১ দফার দাবিতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।

অপরদিকে, চক্রবর্তী এলাকায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা শ্রমিকরা বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো সকাল থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক বন্ধ করে।

মহাসড়ক অবরোধ করায় নানা শ্রেণী পেশার লোকজন ভোগান্তিতে পড়েন। তবে উত্তরবঙ্গের যানবাহন বিকল্প পথ গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সাথে চলাচল করছে। ঘটনাস্থলে সেনাসদস্যরা ও শিল্প পুলিশ এসে শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ