শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ফাইল ফটো।

বুড়িগঙ্গা নদীর ফতুল্লার দাপাস্থ রুপ চান বেপারীর (এনডি) ঘাট এলাকা থেকে আজ সোমবার সকালে (৩০ জানুয়ারি) অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করা হয়।

পাগলা নৌ পুলিশের উপ-পরিদর্শল শাহজাহান জানান, সোমবার সকাল ১০ টার দিকে লোক মারফত সংবাদ পেয়ে ফতুল্লার দাপাস্থ রুপচান বেপারীর ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরে গিয়ে একটি লাশ ভাসমান দেখতে পান । সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন । বয়স আনুমানিক ২৭-২৮ বছর হবে। লাশটি অর্ধেক পচে গলে গেছে।

ধারণা করা হচ্ছে তিন- চার দিন আগের হবে। শরীরে আঘাতের কোন চিহ্ন রয়েছে কি না তা শনাক্ত করা যায়নি। খালি গায়ে তবে পরনে কালো একটি পেন্ট পরা রয়েছে । লাশটির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ