বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিয়ের ছবি নিয়ে মুখ খুললেন বুবলী

সম্প্রতি একটি ছবি ভেসে বেড়াচ্ছে নেটপাড়ায়। ছবিটি আলোচিত অভিনেত্রী শবনম বুবলীর। যেখানে বিয়ের কনে সেজে ঝলমলে লাজুক বেশে রয়েছেন তিনি। তবে পাশে থাকা বরের সাজে ছেলেটিকে নিয়েও কটাক্ষের ঝড় উঠেছে সমাজমাধ্যমে।

তবে ছড়িয়ে পড়া ছবিটি নিয়ে অকপটেই কথা বলেছেন অভিনেত্রী। তিনি বেশ মজার ছলেই বললেন, আমরা আসলে একটু অন্যরকম ফটোশুটের পরিকল্পনা করেছিলাম। বিয়ের মৌসুম এলে দেখা যায় ব্রাইডাল লুকের অনেক রকম বিচিত্রতা।

অভিনেত্রীর ভাষায়, ‘ফটোশুটে একটু ভিন্নতা আনতেই আমরা আমাদের সেটটি সেভাবেই সাজাই। মানুষতো কথা বলবেই। তাই হয়েছে। তাছাড়া অনেকেই পছন্দ করেছে কনে সাজের পরিকল্পনাটি।

কথা বলেছেন কোরিওগ্রাফার গৌতম সাহাও। বুবুলীকে বউ সাজিয়েছেন তিনি। গৌতম বললেন, ‘বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’

তবে এবারই প্রথম নয়, এই কোরিওগ্রাফারের সঙ্গে আগেও কাজ করেছেন বুবলী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুবলী অনেক লক্ষ্মী একটা মেয়ে। কাজ ছাড়া কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়া-দাওয়া। সম্প্রতি একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি ওকে নিয়ে।’

গৌতম জানান, ভাইরাল ছবিগুলোয় বুবলীর সঙ্গে যে মডেলকে দেখা যাচ্ছে, তার নাম ওয়াসিফ খান।

প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই তাকে নতুন ছবিতে দেখা যাবে। ইতিমধ্যে তিনি জাকির হোসেন রাজুর ‘চাদর’সহ অনেক কাজ শেষ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ