বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী’র আয়োজনে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা এর উপকূলীয় সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, সদস্য কামাল হোসেন রনি ও আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম। মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
বক্তারা, আন্ধারমানিক নদী সহ জেলার সকল নদী এবং খালের দখল দূষন বন্ধে সরকারকে আরো কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
শেষে নদী নিয়ে লেখা রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।