বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিটা দারুণভাবে শেষ করল বাংলাদেশ নারী দল। প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ড নারী দলকে হারানোর পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ (৮ এপ্রিল) পাকিস্তান ‘এ’ দলকে উড়িয়ে দিয়েছেন নিগার সুলতানারা।
মঙ্গলবার (৮এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে নিগার এবং ফারজানার ফিফটিতে ২ বল বাকি থাকতে ২৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩৯ ওভার ১ বলে ১০৯ রানে অলআউট হয় পাকিস্তান।
শুরুতে ব্যাটিং নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন ফারজানা হক। পঞ্চাশ পূর্ণ করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন তিনি। জান্নাতুল ফেরদাউসের ব্যাট থেকে এসেছে ৪৬ রান। আর নিগার সুলতানা জ্যোতি করেন দলীয় সর্বোচ্চ ৭০ রান।
পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন উম্মে হানি এবং ওয়াহিদা আক্তার। ২ উইকেট পেয়েছেন তানিয়া সাইদ।
বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ‘এ’ দলের কেউই ফিফটি ছুঁতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন দুয়া মজিদ। ২৬ রান আসে উম্মে হানির ব্যাট থেকে।
টাইগ্রেসদের হয়ে কেবল ৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রাবেয়া। ৮ রান দিয়ে মারুফা আক্তার নিয়েছেন ২ উইকেট। ফাহিমার ঝুলিতে গেছে ২ উইকেট।