বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিয়ে করেছেন পরিণীতি চোপড়া, তবে নিজের সন্তান হোক চান না অভিনেত্রী!

রাঘর -পরিণীতি। ছবি: সংগৃহীত।

রাঘব চড্ডার সঙ্গে বিয়ে এক মাস পেরোতে পারেনি, তার আগেই পরিবার পরিকল্পনা শুরু করে দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া!

রোববার ৩৫-এ পা দিলেন পরিণীতি চোপড়া। বিয়ে পর অভিনেত্রীর প্রথম জন্মদিন। গত মাসে আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। উদয়পুরে পিচোলা হ্রদের ধারে রূপকথার বিয়ে হয় রাঘব-পরিণীতির। যদিও কখনওই কোনও রাজনীতিবিদকে বিয়ে করতে চাননি অভিনেত্রী। কিন্তু বিধি বাম। শেষমেশ রাজ্যসভার সাংসদকেই মনে ধরে পরিণীতির। বিয়ের এক মাস যেতে না যেতেই পরিবার পরিকল্পনা শুরু করে দিলেন অভিনেত্রী!

না, তেমন কিছু না তবে। তবে অভিনেত্রীর একটি পুরনো ভিডিয়ো ফের ভাইরাল হয় সমাজমাধ্যমে। সেখানে তিনি জানান, বাচ্চা বেশ পছন্দ। তবে পরিণীতি নিজের সন্তান নেওয়ার থেকে দত্তক নিতে বেশি উৎসাহী। এক পুরনো সাক্ষাৎকারে পরিণীতি বলেছিলেন, ‘‘আমি আসলে সন্তান দত্তক নিতে চাই। কারণ, এত সন্তান ধারণ করা সম্ভব নয়। তাই আমি প্রচুর ছেলেমেয়ে দত্তক নিতে চাই।’’ যদিও অভিনেত্রী বরাবর যা পরিকল্পনা করে এসেছেন, তার বিপরীতে গিয়েই কাজ করেছেন। অন্তত জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের পূর্ব পরিকল্পনাকে পাত্তা দেননি, এ বার সন্তানের ক্ষেত্রেও কি তেমনটাই করতে চলেছেন? তা সময় বলবে।

অন্য দিকে, সুদূর আমেরিকা থেকে বোনের জন্মদিনে শুভেচ্ছা পাঠালেন দিদি প্রিয়ঙ্কা চোপড়া। লিখলেন, ‘‘শুভ জন্মদিন তিশা। আশা করব সারা জীবন ভালবাসায় পরিপূর্ণ থাকবে।’’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ