বুধবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিমানের ১০ টি চাকা চুরির অভিযোগ ইউএস বাংলার বিরুদ্ধে, থানায় জিডি

বিমান বাংলাদেশ এয়ার লাইন্স ও ইউএস বাংলা এয়ার লাইন্সের একশোনীর দুর্নীতিবাজ কর্মচারীর যোগসাযোসে বিমানের ১০টি চাকা চুরি হয়েছে। এঘটনায় বিমান কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছে।

বুধবার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ, বি, এম রওশন কবীর নিউজফ্ল্যাশ২৪বিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান ও ইউএস কর্মীরা বিমানের চাকা চুরি করেছে। এ ঘটনায় আপাতত: বিমানের দুই কর্মীকে চিহ্নিত করা গেছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। যেহেতু চুরির সাথে ইউএস বাংলার কর্মীরা জড়িত সেকারণেই থানায় জিড়ি করা হয়েছে।

এদিকে এ ঘটনার বিষয়ে জানতে চেয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম (পাবলিক রিলেশন) কামরুল ইসলামের বক্তব্য জানতে চেয়ে তাকে মোবাইল নম্বরে ফোন করা হয়েছে এবং ক্ষুদেবার্তা পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউএস তাঁর কোন বক্তব্যে পাওয়া যায়নি ।

বিমান সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইউএস বাংলা এর কর্মীরা তাদের প্লেনের ৬ টি পুরানো টায়ারের বদলে বিমানের ৪ টি নতুন টায়ার নেয়ার ফন্দি করে। এটাকে কেন্দ্র করে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

সোমবার (১৮ আগস্ট) বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন বিমানবন্দর থানায় জিডিটি করেন।

যদিও সরাসরি চুরি উল্লেখ না করে জিডিতে বলা হয়েছে চাকাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।

জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, চাকার সন্ধান না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জানান, যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়েই দেশের একটি বেসরকাির এয়ারলাইন্স ইউএস বাংলার এক কর্মকর্তাকে এই ১০টি চাকা ব্যবহারের জন্য দেয়া হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার জানান, উড়োজাহাজের চাকার বিষয়ে বিমানের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। পুলিশ বিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

সম্প্রতি বিমানের উড়োজাহাজগুলো কয়েকবার বিকল হয়। এসব ঘটনায় বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই চাকা চুরির অভিযোগ সামনে এলো।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ