বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের (বিজি-৪৩৯) ড্যাশ-৮ উড়োজাহাজ মরাত্নক যান্ত্রিক দ্রুটির কবলে পড়ায় এক ইঞ্জিন নিয়ে কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণ করে । এ সময় বিমানের যাত্রীরা ভীতিগ্রস্ত হয়ে পড়েন। গত শনিবার থেকে উড়োজাহাজটি মেরামতের জন্য বিমানবন্দরে পড়ে আছে।
বিমান সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শনিবার সকালে ড্যাশ-৮ উড়োজাহাজটি যাত্রীদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য হযরত শাহাজালাল বিমানবন্দর ত্যাগ করে। কক্সবাজার বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগে ড্যাশ-৮ এর একটি ইঞ্জিনে যান্ত্রিক দ্রুটি দেখা দেয় এবং সঙ্গেসঙ্গে ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মারাত্নক ঝুঁকি নিয়ে এক ইঞ্জিনে উড়োজাহাজটি জরুরি অবতরণ করাতে সক্ষম হন পাইলট । পরে যাত্রীদের আনতে ঢাকা একটি বড় উড়োজাহাজ কক্সবাজার পাঠানো হয়।
বিমানের একটি সূত্র জানায়, বিমানের কানাড়া থেকে নতুন কেনা উড়োজাহাজ ড্যাস-৮ গুলো বহরে যুক্ত হয়েছে মাত্র সাত/ আট বছর আগে। যথাযথ রক্ষাবেক্ষণে (মেইনট্যান্স) অভাবে প্রায়ই যান্ত্রিক দ্রুটিতে পড়ে থাকে। অথচ যথাযথ রক্ষাবেক্ষণ করে ২৫ বছর আগের পুরানো ড্যাশ -৮ দিয়ে বেসরকারি এয়ারলাইন্সগুলো নির্বিঘ্নে ফাইট পরিচালনা করে আসেছ।
সোমবার বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোশরা ইসলামের কাছে মোবাইল ফোনে এ বিষয় জানেত চাওয়া নিউজফ্ল্যাশ ২৪ বিডি ডটকমকে এক ক্ষুদে বার্তায় জানান, ফ্লাইট পরসু থেকে এয়ারক্রাফট অন গ্রাউন্ড (এওজি) আছে। ওই ফ্লাইটে যাদের আসার কথা ছিল, তাদের আনা হয়েছে। এজন্য কো যাত্রীর সমস্যা হয়নি।
নিউজফ্ল্যাশ/ এইচ আর।