সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিমানবন্দরের সামনে পথচারীদের ওপরে উঠে গেল প্রাইভেটকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনে একটি প্রাইভেটকার তিনজন পথচারীকে চাপা দিয়েছে। এতে তিনজনই গুরুতর আহত হয়েছে। রোববারে (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রাজধানীতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ট্রাফিক উত্তরা বিভাগ মো. ফজলুল করিম জানান, দুপুর দেড়টার দিকে এয়ারপোর্টের সামনে একটি প্রাইভেটকার তিনজন পথচারীর গায়ের ওপরে গাড়ি উঠিয়ে দেয়।

এতে তারা তিনজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনসহ ট্রাফিক সদস্যরা তাদের উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

গাড়ি ও চালকসহ আরও একজনকে আটক করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ