শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে বিদেশে যেতে দেওয়া হয়নি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম ও তার স্ত্রীকে বিদেশে যেতে দেওয়া হয়নি।

মঙ্গলবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো. গোলাম রসুল জানান, কানাডার টরেন্টো যাওয়ার জন্য তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন।

তিনি বলেন, সরকার বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে এই বাহিনীর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে। এই তদন্ত কমিশনের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এজন্য তাকে বিদেশে যেতে দেয়া হয়নি। তাদের তথ্য দিয়ে তিনি সহযোগিতা করবেন। তাকে আটক করা হয়নি।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর ৪৮ ঘণ্টা পর বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ওই রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। বিডিআর বা বাংলাদেশ রাইফেলস থেকে পরিবর্তিত হয়ে এই বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ