বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি সরকার উৎখাতের পরিকল্পনা করছে: কাদের

বিএনপি আগুন সন্ত্রাসের ওপর ভর করে সরকার উৎখাতের পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে বিএনপি ২০১৪-১৫ সালের মতো আবারো আগুন সন্ত্রাসের ষড়যন্ত্র করছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে।’

বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য আওয়ামী লীগের উদ্যোগ কি থাকবে, সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আসলে নির্বাচনে যেতে ইচ্ছুক না। তারা জানে নির্বাচনে শেখ হাসিনা এবং তার নেতৃত্বে আওয়ামী লীগ আবার জয়ী হবে এবং তারা হেরে যাবে। এ ভয়েই তারা কূটকৌশলের আশ্রয় নিচ্ছে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য, অবাধ ও সুষ্ঠু হবে। সেজন্য নির্বাচন কমিশনকে (ইসি) সরকার সব ধরনের সহযোগিতা করবে। আওয়ামী লীগ একইভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে এগোচ্ছে।

বিএনপি নির্বাচনে আসবে এটা ইইউ চায় কিনা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা নিশ্চয়ই চায়। তারা চায় নিবন্ধিত সব দলই নির্বাচনে আসুক। তবে তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।’

বৈঠকে কী কী বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা বলেন, নির্বাচন কেমন হবে, এতে আওয়ামী লীগ কতটা অগ্রসর হয়েছে এবং বিএনপি নির্বাচনে আসবে কি না এসব বিষয় নিয়ে কথা হয়েছে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাতটি দেশের সঙ্গে ব্যবসা নিয়ে কথা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ