শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি জামায়াতের মহাসমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ওনাব

বিএনপি জামায়াতের মহাসমাবেশে সাংবাদিকদের ওপর নির্মম হামলার নিন্দা জানিয়েছে সরকারি নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজপোর্টাল মালিকদের সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন (ওনাব)। সংগঠনের সভাপতি মোল্লাহ আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী শনিবার (২৮ অক্টোবর) রাজধানী ঢাকায় বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে পেশাগত দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে এ ঘটনায় জড়িতদের চিহ্নত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

একই সময় পুলিশের টিয়ার শেল চলাকালে কাকরাইলে রিকসা থেকে পড়ে গুরুতর আহত সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়। নিরপেক্ষভাবে সংবাদ সংগ্রহ এবং তা জাতির সামনে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু এই কাজ করতে গিয়ে কেউ যদি আক্রমনের শিকার হয় সেটা খুবই দুঃখজনক। আমরা পেশাগত দায়িত্বপালনের সময় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। আহত সাংবাদিকদের চিকিৎসা এবং নিহত রফিক ভূঁইয়ার পরিবারকে সহযোগিতা করার জন্য সংশ্লিস্টদের প্রতি দাবি জানাচ্ছি।

সর্বপরি রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যম কর্মীদের নিরপাত্তা নিশ্চিত করতে সরকার ও সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানিয়েছে ওনাব।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ