রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতায় জড়িত ছিল: হারুন

বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতায় জড়িত ছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশিদ।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এসব নাশকতায় জড়িতদের একে একে গ্রেফতার করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপি-জামায়াতের দেড়শ’ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার রাজধানীর মিন্টুরোডস্থ ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ।

অতিরিক্ত কমিশনার বলেন, বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে এসব সহিংসতা চালানো হয় বলে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দুষ্কৃতকারীরা সরকারি স্থাপনা মেট্রোরেল, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)ও সেতু ভবনে অগ্নিসংযোগ করেছে।

হারুন অর রশিদ বলেন, বিএনপি করে বলেই তাদের গ্রেফতার করেছি এমনটি নয়, গ্রেফতারকৃতদের মোবাইল ফোনে নাশকতার নির্দেশনার মেসেজ পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ