শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে মহিপুর থানাকে উপজেলা ঘোষনা করা হবে: মোশাররফ হোসেন

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করা হবে।

তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষক ও নারীদের জন্য কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে। এতে করে কৃষক ও সাধারণ মানুষ সরাসরি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবে।

তিনি আরও বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এবারের নির্বাচন জনগণের নির্বাচন। জনগণের মার্কা ধানের শীষ, উন্নয়নের মার্কাও ধানের শীষ।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদে থাকবে। এমপি নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের অনুন্নত জনপদগুলোকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

বৃহস্পতিবার শেষ বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ