বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি কখনো রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেয়নি।
তিনি বলেন, ‘রাজনৈতিক নিয়োগ না দিয়ে বিএনপি ক্ষমতায় থাকাকালীন বড় ধরনের অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেছিল।’
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার বিষয়ে বিএনপি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ জানিয়ে আমীর খসরু বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গঠন করা সম্ভব না।’
তিনি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের ওপর গুরুত্ব দেন।
সেমিনারে পিআরআই’র ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ সভাপতিত্ব করেন এবং প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ইকোনমিস্ট ড. আশিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আলোচনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আখতার হোসেন, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম. মাসরুর রিয়াজ প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।