বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি’র অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে কলাপাড়ায় আ’লীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ

বিএনপি’র অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে এসে মিলিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার বক্তব্য রাখেন। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশের বক্তব্যে আওয়ামী লীগ সম্পাদক দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস, নাশকতা, নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে সোচ্চার ও যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ