কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সাইবার জোন উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বাজিতপুর সাধারণ গ্রন্থাগারে উপজেলা সাইবার জোনটি উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) মো. আব্দুর রহিম।
এই সময় উপস্থিত ছিলেন-বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম, সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাবুল মিয়া, এলজিইডির উপজেলা প্রকৌশলী বনি আমিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিরা।