বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশাল সিটি নির্বাচন: চাচা খায়ের আবদুল্লাহকে সমর্থন জানালেন সাদিক আবদুল্লাহ

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ- ফাইল ছবি

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এবার দলীয় মনোনয়ন পেয়েছেন তার চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মনোনয়ন বঞ্চিত হওয়ার তিনদিন পর নীরবতা ভেঙেছেন সাদিক আবদুল্লাহ।

বরিশালসহ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করা হয় গত শনিবার। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহকে একক প্রার্থী হিসেবে মেয়র পদে আবারও মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠিয়েছিল। এরপরও সাদিক আবদুল্লাহ মনোনয়ন না পাওয়ায় তার নেতা-কর্মীরা হতাশ হয়েছেন। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারাও চুপ ছিলেন গত চার দিন। কেউ কোনো প্রতিক্রিয়া জানাননি। অবশেষে ঢাকায় অবস্থানরত মেয়র সাদিক মঙ্গলবার বিকেলে মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধাাণ সম্পাদক এবং ছাত্রলীগ-যুবলীগসহ অন্যন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তার সিদ্ধান্ত আমার বাবা মাথা পেতে নিয়েছে। আমিও নিয়েছি।’

এ দিন দলের নেতাকর্মীরা নগরের কালিবাড়ি সড়কের বাসায় সমবেত হন। বিকেল ৪টার দিকে মেয়র ভার্চুয়ালি নেতাকর্মীদের উদ্দেশ্যে ৫ মিনিট সংক্ষিপ্ত বক্তৃতা দেন।

সাদিক আবদুল্লাহ বলেন, মেয়র পদে মনোনয়ন পেয়েছেন তার চাচা। এখানে অন্য কারও সুযোগ নিতে দেওয়া হবে না। শান্ত বরিশালকে অশান্ত করতে দেবেন না। সিটি নির্বাচনের ফলের ওপর জাতীয় নির্বাচনের ফল নির্ভর করছে। নৌকাকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মেয়র নেতাকর্মীদের উদ্দেশ্যে জানান, এবার তার বাবার সঙ্গে ঢাকায় ঈদ করবেন। ঈদের পর বাবার সঙ্গে বরিশালে আসবেন। এর পরে জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা করে নির্বাচনের কৌশল নির্ধারণ করবেন।

নেতাকর্মীদের পক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর মেয়রের উদ্দেশ্যে বলেন, মেয়রের বক্তব্য শুনে নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা ঐক্যবদ্ধ আছেন।

প্রসঙ্গত, গত শনিবার ঢাকায় গণভবনে স্থানীয় সরকার নির্বাচন প্রার্থী বাছাই কমিটির সভায় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয় প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে। তিনি মেয়র সাদিক আবদুল্লাহর চাচা। দক্ষিণাঞ্চলের প্রভাবশালী রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। হাসানাত পরিবারের সঙ্গে খোকন সেরনিয়াবাতের বৈরী সম্পর্ক।

এদিকে সাদিক আবদুল্লাহ মনোনয়ন বঞ্চিত হওয়ার পর অনুসারীরা বরিশাল নগরীতে চুপসে যান। অপরদিকে সাদিকবিরোধী আওয়ামী লীগ নেতাকর্মীরা গত তিনদিন যাবত নানাভাবে উল্লাস করছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ